ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় জেলে আটক

কালের সমাজ | কয়রা প্রতিনিধি : খুলনা জুলাই ১০, ২০২৫, ০৩:১৩ পিএম সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় জেলে আটক

সুন্দরবন খুলনা রেঞ্জের শিবসা বন টহল ফাঁড়ির রক্ষীরা বুধবার (৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে এক জেলেকে আটক করেছে।

 

আটক ব্যক্তির নাম আঃ সামাদ গাজী (৩৫), তিনি খুলনার কয়রা উপজেলার মহেশ্বীপুর গ্রামের শমসের গাজীর ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ২ বোতল কীটনাশক, একটি নৌকা ও একটি অবৈধ ভেশাল জাল জব্দ করা হয়।

 

অভিযানটি শিবসা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে আড়বাওন খাল এলাকায় পরিচালিত হয়। তবে অভিযানের সময় সামাদের সঙ্গে থাকা আরও দুই জেলে গহিন জঙ্গলে লাফ দিয়ে পালিয়ে যায়।

 

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

কালের সমাজ/ লি.মি./সাএ

 

 

Side banner
Link copied!