ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মধুখালীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

কালের সমাজ | ফরিদপুর প্রতিনিধি জুলাই ১৪, ২০২৫, ০৭:০৩ পিএম মধুখালীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

ফরিদপুরের মধুখালীতে মাদক, বিকাশ প্রতারণা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২৫ জন আসামিকে আটক করেছে মধুখালী থানা যৌথবাহিনী। গতকাল রবিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

 

মধুখালী থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, ‘উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার রাতভর পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার উত্তর আড়পাড়া চার খালের মোড় এলাকা থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।একই রাতে সেনাবাহিনীর সহায়তায় ডুমাইন এলাকা থেকে বিকাশ প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি স্মার্ট মোবাইল ফোন, ৪২টি গ্রামীণফোনের সিম কার্ড ও ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ১৭ জন আসামিকেও আটক করা হয়েছে।

 

তিনি আরো বলেন, ‘আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে মধুখালী থানা থেকে একটি প্রিজন ভ্যানে করে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

কালের সমাজ//র.ন
 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!