দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫’-এ তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। টেকসই ক্লিন এনার্জি উদ্যোগ, টেকসই ইলেকট্রনিক পণ্য উৎপাদন এবং পরিবেশ সুরক্ষায় অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (১২ জুলাই) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মাহবুবুল আলম পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তিনটি ক্যাটাগরিতে এসডিজি অ্যাওয়ার্ড অর্জন করা ওয়ালটন পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই স্বীকৃতি আমাদের টেকসই উন্নয়ন অভিযাত্রাকে আরও গতিশীল করবে।”
তিনি আরও জানান, ওয়ালটন শুরু থেকেই পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ ফ্লোটিং সোলার পাওয়ার প্লান্ট এবং রুফটপ সোলার প্রজেক্ট বাস্তবায়ন করেছে। পাশাপাশি ফ্রিজ ও এসিতে সিএফসি ও এইচসিএফসি গ্যাস ধাপে ধাপে নিষ্করণ করে পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ করা হয়েছে। মেটাল ও প্লাস্টিক রিসাইকেলেও গ্রহণ করা হয়েছে কার্যকর পদক্ষেপ।
এসব উদ্যোগের স্বীকৃতি হিসেবে চলতি বছরসহ দু’বার ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ এবং জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে ওয়ালটন।
‘সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ’ ও ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম’-এর সহযোগিতায় এবং ‘বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ’-এর উদ্যোগে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে মনোনয়ন আহ্বান করা হয়। ২৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত সময়কালে জমা পড়া ৪৫৭টি মনোনয়নের মধ্য থেকে কঠোর মূল্যায়নের মাধ্যমে ৬০টি উদ্যোগকে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়।
উল্লেখ্য, ওয়ালটন এবার ‘বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান’, ‘টেকসই ক্লিন এনার্জি উদ্যোগ’ ও ‘অনারেবল মেনশন ব্র্যান্ড’—এই তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :