ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদসহ ৩ জন গ্রেপ্তার

কালের সমাজ | এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:২২ পিএম সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদসহ ৩ জন গ্রেপ্তার

সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে ‘কোপা মাসুদ’কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী । এ সময় আরও দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৩ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টার দিকে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুইজন হলেন, মাসুদ রানার সহযোগী শেখ বাদশা ফয়সাল ও জুয়েল।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে কোপা মাসুদ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, মাদক সেবনসহ একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর কোপা মাসুদ ও অন্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি, অপরাধ দমন করতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!