বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর বুধবার দুপুর ৪ টায় সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠুর নেতৃত্বে বিপুলপরিমান নেতাকর্মী নিয়ে পুরান টিপরদী থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মোগরাপাড়া চৌরাস্তায় আলোচনা মঞ্চে এসে শেষ হয়। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান এর সঞ্চালনা ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপির সভাপতি শাজাহান মেম্বার,পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ।
এ সময় পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু বলেন, বিএনপি গণমানুষের দল, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সোনারগাঁয়ে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যা জনগণের দুর্ভোগ লাঘোবে কাজে আসবে। আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপির প্রচার সম্পাদক জসিম মিয়া,মোজাম্মেল হক, ওমর ফারুক টিটু,পৌর যুবদল নেতা ওসমান গনি রিতু,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রাহাত,যুবদল নেতা আল আমিন, সোনারগাঁও সরকারি কলেজ এর ছাত্র নেতা ভুবন এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
পরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কালের সমাজ/ সা.স./সাএ
আপনার মতামত লিখুন :