ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

লামায় আবদুল জলিল কোম্পানির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কালের সমাজ | মো. ইসমাইলুল করিম, বান্দরবান জেলা প্রতিনিধি সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:৪৮ পিএম লামায় আবদুল জলিল কোম্পানির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের চকরিয়া জিদ্দাবাজার সংলগ্ন এভারগ্রীন হাসপাতালের সহযোগিতায় আবদুল জলিল কোম্পানির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রায় ৪০০–৫০০ জন অসহায় ও দরিদ্র রোগী চিকিৎসা নেন।

চক্ষু, চর্ম, যৌন ও কুষ্ঠ রোগ, গাইনি, শিশু ও মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করে প্রেসক্রিপশন দেন এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। নারী, পুরুষ ও শিশু—সবার জন্যই ছিল আলাদা সেবা ব্যবস্থা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল জলিল কোম্পানি, এভারগ্রীন হাসপাতালের এমডি সাইদুল হক চৌধুরী, ডিএমডি নজরুল ইসলাম, চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, মার্কেটিং এক্সিকিউটিভ এরশাদ হোসাইন, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

ফাইতং থেকে আসা রোগী হোসনেরা বেগম ও ফাতেমা বেগম বলেন, “দীর্ঘদিন অর্থাভাবে ডাক্তার দেখাতে পারিনি। আজকে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছি, এটা আমাদের মতো অসহায় মানুষের জন্য আশীর্বাদ।”

এমনই অভিজ্ঞতা জানান খেদারবান-সুতাবাদী এলাকার বশির আহমদ ও মুবিনুল ইসলাম। তাদের ভাষায়, “চিকিৎসা ব্যয় বহন করতে পারছিলাম না। এখানে এসে প্রাথমিক রোগ নির্ণয় ও চিকিৎসা পরামর্শ পেয়েছি।”

আয়োজক আবদুল জলিল কোম্পানি বলেন, “ফাইতংয়ের মতো দুর্গম এলাকায় প্রতিবছরের মতো এবারও ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। গরিব মানুষের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য।”

এভারগ্রীন হাসপাতালের এমডি সাইদুল হক চৌধুরী বলেন, “এলাকায় পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় অনেকেই চিকিৎসাবঞ্চিত। এই ক্যাম্প তাদের জন্য আশার আলো।”

অংশগ্রহণকারী চিকিৎসকরা জানান, পাহাড়ি এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগে তারা স্বেচ্ছায় সেবা দিতে পেরে আনন্দিত।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!