অগ্রণী ব্যাংক পিএলসি’র শীর্ষ নির্বাহীদের সাথে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৫ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপসহ সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, মামলা নিস্পত্তির উপর নির্দেশনামূলক বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।
এছাড়াও তিনি ২০২৫ সালের সকল ব্যবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকগণকে নির্দেশনা প্রদান করেন। এসময় ব্যাংকের পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন। সভায় অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় ও সার্কেল এবং কর্পোরেট শাখাসহ সকল মহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
কালের সমাজ/আ. কা/ সাএ
আপনার মতামত লিখুন :