ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

“সেলিম সিকদার: সাহিত্য ও সমাজসেবায় এক বহুমাত্রিক পথচলা”

কালের সমাজ | অনলাইন ডেস্ক আগস্ট ২৬, ২০২৫, ০৫:৪৩ পিএম “সেলিম সিকদার: সাহিত্য ও সমাজসেবায় এক বহুমাত্রিক পথচলা”

লেখক, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও সমাজসেবক সেলিম সিকদার একাধারে মানবিক গুণাবলীর অধিকারী। ছোট বেলা থেকেই তিনি নিজ এলাকায় মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশেছেন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নিয়েছেন এবং এলাকার উন্নয়নে নেতৃত্ব দিয়ে আসছেন।

সেলিম সিকদারের কর্মজীবন শুরু হয় ব্যবসা দিয়ে। এরপর তিনি সাংবাদিকতা ও বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন কর্মরত ছিলেন। প্রখ্যাত সাহিত্যিক আবিদুর রহমানের নীলকমল উপন্যাসের গবেষণা ও কপিস্ট হিসেবে কাজ করার সুযোগ পেয়ে তিনি লেখালেখিতে দক্ষতা অর্জন করেন। এছাড়াও তিনি গ্রুপ অব কোম্পানির কনসালটেন্সি, স্কুল ও কলেজে উপদেষ্টা এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্যাম্পেইনে নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেছেন।

তিনি শিশু ও যুব সমাজের জন্য সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। স্কুল ও কলেজ জীবনে স্কাউটিংয়ে বিশেষ অবদানের জন্য মহকুমা ও থানা জাম্বুরি সনদ লাভ করেন। ঠাকুরগাঁও সুগার মিলসের স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফান্ডের পৃষ্ঠপোষক এবং ‘নবীন সংঘ’-এর সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি ও নির্বাচিত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সমাজসেবায় অবদান
করোনাকালীন সময়ে তিনি কোভিড-১৯ সচেতনতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করেছেন; মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, সচেতনতা প্রচারণা ও পরামর্শ প্রদানে সক্রিয় ছিলেন। বন্যা বা শীতে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছেন। তিনি সবসময় সামাজিক অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন।

সাহিত্য ও সাংবাদিকতা
শৈশব থেকেই সাহিত্যে আগ্রহী সেলিম সিকদার। দেয়াল পত্রিকা, স্থানীয় ও জাতীয় পত্রিকায় কবিতা ও প্রবন্ধ লিখেছেন। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে আন্তঃকলেজ স্বরচিত কবিতা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তাঁর সামাজিক বাস্তবতা ভিত্তিক বই ‘আমি মন্ত্রী হব, হব সেলিব্রেটি’ প্রকাশের অপেক্ষায় রয়েছে।

শিক্ষা ও পরিবার
তিনি পড়াশোনা শুরু করেন ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয় থেকে। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এবং এমকম ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেলিম সিকদার বিবাহিত; স্ত্রী কোহিনুর বেগম গৃহিণী। তাদের দুই সন্তান: মেয়ে নওশিন তাসনিম সাবাহ, যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ও মাস্টার্স করছেন এবং ছেলে সাকিফ ফারহান বর্তমানে শিক্ষাজীবনে রয়েছে।

পুরস্কার ও স্বীকৃতি
সেলিম সিকদারের সমাজসেবা ও সাংবাদিকতার জন্য তাকে ‘প্রতিপক্ষ’ গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া দেশখ্যাত মানবাধিকার প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থা তাকে বিভিন্ন ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছেন। ২০২১ সালে সাপ্তাহিক কাগজ কলম তাকে বিশেষ সম্মাননা দিয়েছে।

সেলিম সিকদার বর্তমানে ঢাকা, রামপুরা এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন এবং সমাজসেবা, সাহিত্য ও সাংবাদিকতা ক্ষেত্রে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন।

কালের সসমাজ//র.ন

Side banner

বিশেষ প্রতিবেদন বিভাগের আরো খবর

Link copied!