বাংলাদেশের শীর্ষস্থানীয় টেক জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন লিফট-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও প্রজন্মের আইকন তাহসান খান।
সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক জমকালো অনুষ্ঠানে তাহসানের সঙ্গে ওয়ালটনের এই চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটনের পক্ষ থেকে স্বাক্ষর করেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও ওয়ালটনের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন লিফটের সিবিও জেনান-উল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওয়ালটন হাই-টেকের পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি বলেন, “দেশে প্রথমবারের মতো উচ্চপ্রযুক্তি সম্পন্ন লিফট উৎপাদন করছে ওয়ালটন। সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় ইতোমধ্যেই আমাদের লিফট ব্যবহার হচ্ছে এবং সেবা সন্তোষজনক। স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ওয়ালটন লিফট পৌঁছে দিতে চাই। তাহসান খানের যুক্ত হওয়া আমাদের এ যাত্রায় নতুন মাত্রা যোগ করবে।”
তাহসান খান বলেন, “ওয়ালটনের নতুন নতুন হাই-টেক পণ্যে বিনিয়োগ শুধু কর্মসংস্থানই তৈরি করছে না, দেশের অর্থনীতিকেও এগিয়ে নিচ্ছে। ওয়ালটন পরিবারের এই অগ্রযাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত।”
মেহেদী হাসান মিরাজ বলেন, “১০ বছরেরও বেশি সময় ধরে ওয়ালটনের সঙ্গে পথচলা আমার। বাংলাদেশে বিশ্বমানের লিফট তৈরি করছে ওয়ালটন—এটি আমাদের জন্য গর্বের বিষয়। তাহসান ভাইয়ের সঙ্গে যুক্ত হয়ে ওয়ালটন লিফট আরও সফল হবে বলে আমি বিশ্বাস করি।”
বর্তমানে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব প্লান্টে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে বিভিন্ন ধরনের লিফট তৈরি হচ্ছে। এর মধ্যে রয়েছে— যাত্রী ও মালবাহী লিফট, হাইড্রোলিক কার লিফট, হোম লিফট, হাসপাতাল লিফট ও ক্যাপসুল লিফট। সর্বোচ্চ মানের কাঁচামাল ও অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এসব লিফট দেশের বিভিন্ন বহুতল ভবন, বিপণিবিতান, হাসপাতাল ও শিল্পকারখানায় ব্যবহার হচ্ছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :