ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

উল্লাপাড়ায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ৭

কালের সমাজ | রাকিব আল হাসান, সিরাজগঞ্জ উল্লাহপাড়া প্রতিনিধি আগস্ট ২৭, ২০২৫, ০২:৩৫ পিএম উল্লাপাড়ায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ৭

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া গ্রামে খাস জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন।

রবিবার সকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি খাস জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে উভয় পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে অন্তত ৭ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জমি দখলকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!