ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

পিএইচডি সম্পন্ন করে ডক্টর উপাধি পেলেন মিথিলা

কালের সমাজ | বিনোদন ডেস্ক আগস্ট ২৭, ২০২৫, ০২:১৪ পিএম পিএইচডি সম্পন্ন করে ডক্টর উপাধি পেলেন মিথিলা

জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা জীবনে অর্জন করলেন নতুন পরিচয়। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি থিসিস ডিফেন্স সফলভাবে সম্পন্ন করেছেন তিনি। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই সুখবর জানান মিথিলা।

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি, আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি। এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক দীর্ঘ যাত্রার সমাপ্তি।”

তিনি আরও জানান, পূর্ণকালীন চাকরি, অভিনয়ের ব্যস্ততা ও পারিবারিক দায়িত্ব সামলিয়েই এই পথ পাড়ি দিতে হয়েছে তাকে। মিথিলার ভাষায়, এই অভিজ্ঞতা তাকে দৃঢ়তা ও সহনশীলতার সবচেয়ে বড় পাঠ শিখিয়েছে।

অভিনেত্রী পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের অকুণ্ঠ সমর্থন ছাড়া এই পথচলা সম্ভব হতো না। এখন থেকে তিনি গর্বের সঙ্গে নিজের নামের আগে ‘ড.’ উপাধি ব্যবহার করতে পারবেন।

অভিনয়ের পাশাপাশি সমাজকর্ম ও শিক্ষা নিয়ে কাজ করে আসা মিথিলার নামের সঙ্গে এবার যুক্ত হলো নতুন এক পরিচয়— ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!