কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্জ-জোহরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, জুনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস্) ডা. ফাহমিদা আক্তার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা।
এসময় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মো. রফিকুর রহমান, সালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক মো. সাদেকুর রহমান, বীর কাশিমনগর এফ ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম, স্থানীয় সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রায় ৭০ জন গর্ভবতী নারী।
সেমিনারে বক্তারা গর্ভকালীন সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট সেবন, সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম এবং প্রসূতি সেবাকেন্দ্রে নিবন্ধনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জটিলতা দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
ডা. আদনান আখতার তাঁর বক্তব্যে বলেন, “একজন সুস্থ মা মানেই একটি সুস্থ প্রজন্ম। গর্ভকালীন সময়ে সচেতনতা ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারলেই আমরা সুস্থ জাতি গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন সালুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মীর মো. সৈয়দ আলী।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :