ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

চলমান সংকটের একমাত্র সমাধান নির্বাচন: মির্জা ফখরুল

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৯, ২০২৫, ০৯:০২ পিএম চলমান সংকটের একমাত্র সমাধান নির্বাচন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচনে অভ্যস্ত নয় ,কাজেই সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন চান। তিনি মন্তব্য করেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এবং চলমান সংকট সমাধানের একমাত্র পথ হল নির্বাচন।

মঙ্গলবার (১৯ আগস্ট) থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর মির্জা ফখরুল এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, যারা সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছেন না, সেটি তাদের দলীয় সিদ্ধান্ত। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু ডাকসু নির্বাচনের প্রত্যাশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব।

সাতদিনের চিকিৎসা শেষে সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!