ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

৮০ টাকার নিচে নামছেই না সবজি

নিজস্ব প্রতিবেদক আগস্ট ২২, ২০২৫, ১২:৩৮ পিএম ৮০ টাকার নিচে নামছেই না সবজি

রাজধানীর বাজারে সবজির দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ সবজি এখন ৮০ টাকার নিচে মিলছে না। পাশাপাশি ডিম ও মুরগির দামও বেড়ে গেছে, যা সাধারণ ক্রেতাদের বাড়তি চাপের মুখে ফেলেছে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে রাজধানীর রামপুরা, মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় ২০-৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

রামপুরা বাজারে সবজি কিনতে আসা আলামিন নামে এক ক্রেতা বলেন, “শেষ কবে এত দামে সবজি কিনেছি মনে নেই। যা-ই চাইছি, কেজিপ্রতি ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।”

একই বাজারে মুনি আক্তার নামে আরেক ক্রেতা বলেন, “আমাদের সংসার সীমিত আয়ে চলে। সবজির দাম বেড়ে যাওয়ায় খরচ সামলানো কষ্টকর হয়ে পড়েছে। আগের চেয়ে কম পরিমাণে কিনতে হচ্ছে।”

বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টি ও মৌসুমি কারণে উৎপাদন কমে গেছে, যার প্রভাব পড়েছে বাজারে।
মালিবাগের বিক্রেতা সবুজ হোসেন বলেন, “বর্ষায় চাষ কম হয়। এ বছর অতিরিক্ত বৃষ্টিতে অনেক ক্ষেত নষ্ট হয়েছে। ফলে বাজারে সরবরাহ কম, আর দাম বেশি।”

আলু, বই কচু ও কাঁচা পেঁপে ছাড়া কোনো সবজি ৮০ টাকার নিচে নেই। ঢ্যাঁড়স ও পটল কেজিপ্রতি ৮০-১০০ টাকা।বরবটি, বেগুন, চিচিঙ্গা, ঝিঙা, উস্তা, ধুন্দল ও কাঁকরোল ১০০-১২০ টাকা কেজি।কাঁচামরিচ ২০০ থেকে ৩২০ টাকা কেজি (এক সপ্তাহ আগে ছিল ১৫০-১৬০ টাকা)।চালকুমড়া প্রতি পিস ৭০ টাকা, লাউ ১০০ টাকা, মিষ্টি কুমড়ার ফালি কেজিপ্রতি ৪০ টাকা।

সবজির পাশাপাশি ডিমের দামও বেড়েছে। গত সপ্তাহে ডজনপ্রতি ১৪০ টাকায় বিক্রি হলেও এখন তা ১৫০-১৫৫ টাকায় পৌঁছেছে। মহল্লার দোকানে হালি ডিম বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়। এক মাস আগেও ডিমের দাম ছিল ১২০-১২৫ টাকা।

 

ডিম বিক্রেতা বুলু মিয়া জানান, “সবজির দাম বাড়লে ডিমের চাহিদা বাড়ে। তার সঙ্গে বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।”

অন্যদিকে, বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০-১৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের চেয়ে ১০-২০ টাকা বেশি। সোনালি মুরগির দামও বেড়ে ৩০০-৩২০ টাকায় দাঁড়িয়েছে।

 

কালের সমাজ/এ.স/এ.জে

Side banner
Link copied!