নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ছয় মাদককারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সোনারগাঁওয়ের সোনাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন,
১। মো. জাহাঙ্গীর আলম (২৫), কুমিল্লা
২। মো. তরিকুল ইসলাম (২৮), নড়াইল
৩। মো. দুলু মোল্লা (২৮), নড়াইল
৪। মো. নাসির (৩৫), কুড়িগ্রাম
৫। তরিকুল ইসলাম (৩১), নারায়ণগঞ্জ
৬। মো. আশিক মিয়া (২৬), নারায়ণগঞ্জ।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের মধ্যে তিনজন কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে এনে বিক্রির জন্য সংরক্ষণ করেছিল। অপর তিনজন ওই মাদকদ্রব্য কিনে সিএনজিতে বহন করছিল।
গ্রেফতারকৃতরা আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে সীমান্ত এলাকা থেকে মাদক এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :