ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

আজও ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৩১১

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২১, ২০২৫, ০৬:০৩ পিএম আজও ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৩১১

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ কমছেই না। গত ২৪ ঘণ্টায় এ জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন রোগী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৭৮২ জন।

সর্বশেষ মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩ জন এবং রাজশাহী বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের দিক থেকে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এদিন ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভাগটিতে আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই পুরুষ।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!