ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৮৬ জন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ৩০, ২০২৫, ০৫:২০ পিএম ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৮৬ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৮৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে মৃত দুজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৩৫ ও ২৫ বছর।

এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের সংখ্যা বিভাগভিত্তিকভাবে হলো—বরিশাল বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) সর্বাধিক ১০৬ জন, ঢাকা মহানগরে ৭৮ জন, চট্টগ্রামে ৬৪ জন, ঢাকার অন্যান্য জেলায় ৬২ জন, রাজশাহীতে ৪৫ জন, খুলনায় ২৩ জন, ময়মনসিংহে ৫ জন এবং রংপুরে ৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

এর আগে, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল রেকর্ড ১ হাজার ৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার পাশাপাশি স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগের সম্মিলিত উদ্যোগ জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এডিস মশা বিস্তারে বাড়তি সতর্কতা প্রয়োজন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!