ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন আয়োজনের ঘোষণা

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৩১, ২০২৫, ০১:৪৩ পিএম মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন আয়োজনের ঘোষণা

দীর্ঘদিনের সামরিক শাসন শেষে মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিচ্ছে জান্তা সরকার। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নির্বাচন আয়োজনের জন্য সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেছে দেশটির সামরিক সরকার।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে জরুরি শাসন জারি ছিল। এরপর থেকেই সেনাশাসনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ও সশস্ত্র প্রতিরোধ চলছিল।

বিশ্লেষকদের মতে, নির্বাচন আয়োজনের এই ঘোষণার মধ্য দিয়ে আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ সংকটের কিছুটা সমাধান করার চেষ্টা করছে জান্তা সরকার। তবে এই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে—সে নিয়ে এখনও আন্তর্জাতিক মহলে শঙ্কা রয়ে গেছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!