বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদ, দারুল মা’আরিফ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রথম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির পৃষ্ঠপোষক আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর জীবন ও কর্ম স্মরণে চট্টগ্রাম প্রেসক্লাবের “জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তন”-এ এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৭ জুলাই) রবিবার বিকেল ৩টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হোসেন।
সভাটি পরিচালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন রব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী।
তিনি বলেন, আল্লামা সুলতান যওক নদভী (রহ.) উপমহাদেশের একজন আলোকিত মনীষী ছিলেন। তিনি একাধারে বিশ্ববরেণ্য আলেম, চিন্তাবিদ, গবেষক ও সাহিত্যিক। কক্সবাজার জেলার পটভূমিতে জন্মগ্রহণ করে তিনি সম্মান সূচক ডিগ্রী লাভ করেন ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম নদওয়াতুল উলামা থেকে। পরবর্তীতে হিজাযে মুহাররাম (মক্কা-মদিনা) সহ বিভিন্ন ইসলামী কেন্দ্রে উচ্চশিক্ষা গ্রহণ করে বাংলাদেশে ফিরে আসেন।
তিনি চট্টগ্রামে `দারুল মা’আরিফ` প্রতিষ্ঠা করেন, যা আজও দীনি শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠা থেকে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, পাশাপাশি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিরও তিনি ছিলেন সক্রিয় পৃষ্ঠপোষক। তাঁর লেখনী, বক্তৃতা এবং দাওয়াতি কর্মধারা আজও আমাদের পথপ্রদর্শক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, ফিরোজশাহ মাদরাসার পরিচালক আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম (বড় হুজুর), দারুল মা’আরিফ মাদরাসার মুহতামিম মাওলানা ফোরকান উল্লাহ, নেজামে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান চৌধুরী, দৈনিক “আমাদের চট্টগ্রাম”-এর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাব সদস্য মিজানুর রহমান চৌধুরী, নিউজ গার্ডেনের সম্পাদক সাংবাদিক কামরুল হুদা, মাওলানা এনামুল হক কুতুবী, মাওলানা আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওলানা জাকারিয়া খালেদ, মাওলানা জয়নাল আবেদীন কুতুবী ও মাওলানা এরশাদ বিন জালাল।
আলোচনায় বক্তারা আল্লামা নদভী (রহ.)-এর চিন্তা, লেখনী ও আত্মত্যাগকে দেশের ইসলামি চিন্তাধারার ইতিহাসে মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মহানগর আমীর মাওলানা জিয়াউল হোসেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :