সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবিতা নাগ (৫০) নামের এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে নিজ বাড়ির বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চান্দাইকোনা ইউনিয়নের নাগ পাড়া এলাকায় স্বামী আকাশ বিশ্বাস ও ছোট মেয়ে বর্ষা নাগকে নিয়ে বসবাস করতেন কবিতা। সোমবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন ভোরে বিছানায় না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে বারান্দায় গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কবিতার মরদেহ দেখতে পান। পরে সেখান থেকে মরদেহ নামিয়ে আনা হয়।
নিহতের স্বামী আকাশ বিশ্বাস জানান, কবিতা বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং মাঝে মাঝে আত্মহত্যার ইচ্ছার কথা প্রকাশ করতেন। গত ১৬ জুলাই তিনি বিদ্যালয়ের পিয়ন কামরুল ইসলামকে দিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে কীটনাশক কেনার নির্দেশও দেন।
চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, ১৬ জুলাই কবিতা ম্যাডাম বিদ্যালয়ে এসে মন খারাপ অবস্থায় ছিলেন। কারণ জানতে চাইলে পারিবারিক কলহের কথা জানান। একই দিন তিনি স্কুলের পিয়নকে দিয়ে কীটনাশক আনাতে বলেছিলেন। বিষয়টি আমরা তার পরিবারকে অবহিত করি, কিন্তু এরপরও কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
ওসি কে এম মাসুদ রানা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্কুল শিক্ষিকার এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—সে প্রশ্নে জনমনে নানা গুঞ্জন চলছে।„
কালের সমাজ/ সাএ
আপনার মতামত লিখুন :