ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

লামায় লোডশেডিং ও ভূতুড়ে বিলের প্রতিবাদে মানববন্ধন

কালের সমাজ মো. ইসমাইলুল করিম বান্দরবান জেলা প্রতিনিধি জুলাই ২৯, ২০২৫, ০৪:৩১ পিএম লামায় লোডশেডিং ও ভূতুড়ে বিলের প্রতিবাদে মানববন্ধন

পার্বত্য জেলা বান্দরবানের লামার উপজেলায় ভয়াবহ লোডশেডিং, ভূতুড়ে বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিভাগের নানা অনিয়মের বিরুদ্ধে উপজেলাবাসী উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করছেন।

 

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। এই কর্মসূচিতে এলাকার বিদ্যুৎ ব্যবস্থার চরম অবনতির জন্য সম্প্রতি রামু থেকে বদলি হয়ে আসা লামা আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীকে দায়ী করে তার বিরুদ্ধে অভিযোগ উঠে। এই কর্মসূচিতে লামা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 

 

মানববন্ধনে অংশগ্রহণ কারীরা বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনা, ঘন ঘন লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং গ্রাহক হয়রানির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সাংবাদিক মো. কামরুজ্জামান, স্থানীয় মো. মিজান, দুলাল, আরিফুল ইসলাম, মো. শামসুল হক তারা বলেন, কক্সবাজারের রামুতে বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলী কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও রাজস্ব আত্মসাৎ, গ্রাহক হয়রানি ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তাকে লামা উপজেলায় বদলি করার পর থেকেই বিদ্যুৎ ব্যবস্থায় নানা সমস্যা ও অনিয়মের অভিযোগ বাড়ছে। থাকে অবিলম্বে উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ভূতুড়ে বিল বাতিল করে সঠিক বিল প্রণয়ন ও বিদ্যুৎ বিভাগের সকল অনিয়ম বন্ধের দাবি জানান তারা। অন্যথায়, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। 

 

প্রতিবাদ সভায় আরও ভুক্তভোগীরা বলেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার করুণ দশা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে তারা অভিযোগ তোলে লামা উপজেলায় দৈনিক ১৪-১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। একদিকে বিদ্যুতের অভাবে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়াও, গ্রাহকদের কাছে আসা ভূতুড়ে বিল নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করে। অভিযোগ করা হয়, মিটার রিডিং ছাড়াই অনুমাননির্ভর বিল তৈরি করা হচ্ছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে করছে। 

 

উপজেলার সর্বস্তরের জনসাধারণ আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সভার মধ্যে দিয়ে বিদ্যুৎ সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
 

কালের সমাজ/ই./ সাএ

 

 

Side banner
Link copied!