ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

মান্দায় পিতার বিয়েতে মর্মাহত মেয়ের আত্মহত্যা, চিঠিতে উঠে এলো অভিমান

কালের সমাজ | মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ) প্রতিনিধি জুলাই ২৭, ২০২৫, ০৫:৫৬ পিএম মান্দায় পিতার বিয়েতে মর্মাহত মেয়ের আত্মহত্যা, চিঠিতে উঠে এলো অভিমান

নওগাঁর মান্দা উপজেলায় বাবার বিরুদ্ধে অভিমান করে আত্মহত্যা করেছে আফরিন আক্তার রিভা (১৫) নামে এক স্কুলছাত্রী। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার বড়পই গ্রামের প্রসাদপুর বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে সে একটি চিঠিতে বাবার প্রতি তার অভিমান ও কষ্টের কথা লিখে যায়।

রিভা মান্দা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী এবং পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামের মো. আকবর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্র ও থানা পুলিশের তথ্যমতে, দুই মাস আগে রিভার বাবা আকবর হোসেন দ্বিতীয় বিয়ে করেন। এরপর তিনদিন আগে তিনি রিভার মাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে রিভা। ছোট ভাইকে নিয়ে সে একা হয়ে পড়ে এবং বাবার এ সিদ্ধান্ত মেনে নিতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয়। মৃত্যুর সময় সে বাবার উদ্দেশ্যে একটি হৃদয়বিদারক চিঠি লিখে রেখে যায়, যেখানে বাবার আচরণ ও নতুন স্ত্রী নিয়ে তার অভিমান, দুঃখ ও অপমানের কথা তুলে ধরে।

এ ঘটনার পর থেকে রিভার বাবা ও সৎ মা পলাতক রয়েছেন। স্থানীয়রা বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মেয়েটির লেখা চিঠিটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!