শেরপুরের শ্রীবরদী উপজেলার বিলভরট গ্রামের ৪ বছরের শিশু রহমত উল্লাহ মৃত্যুর প্রান্তসীমায় দাঁড়িয়ে। তার ছোট্ট বুকের ভেতরে ধরা পড়েছে হার্টের তিনটি মারাত্মক ব্লক। চিকিৎসকরা বলেছেন, খুব দ্রুত অস্ত্রোপচার না করলে তাকে আর বাঁচানো যাবে না। অথচ দরিদ্র বাবা মো. মোশাররফ হোসেন এক বুক কষ্ট আর চোখভরা পানি নিয়ে বলছেন, আমার কিছুই নেই , চিকিৎসা করাতে ডাক্তার বলেছে ৪ লক্ষ টাকার অধিক খরচ করতে হবে,আমি খুব নিঃস্ব, অসহায় আমার ছেলে কে বাচাঁন। ও মইরা গেলে আমি ও বাচমুনা।
স্থানীয় সূত্রে জানা যায়, মোশাররফ বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদে কাজ করতেন। কিন্তু হঠাৎ করে সাময়িক বরখাস্ত হওয়ায় তার পরিবারে নেমে আসে অন্ধকার। এর মাঝেই কিছু দিন আগে চিকিৎসার অভাবে ক্যান্সারে মারা যান তার স্ত্রী রুবিনা বেগম। আগেই ক্যান্সার রোগে মারা গেছেন তার বাবা ও মা। হার্টের সমস্যায় ছোট বোনও মারা গেছেন। এখন একমাত্র সন্তানদের নিয়ে অসহায় জীবন কাটাচ্ছেন মোশাররফ।
সরেজমিনে দেখা যায়, তাদের টিনের ভাঙাচোরা ঘরে নেই খাবার, নেই ওষুধ। ছোট্ট রহমত নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে। চুলা জ্বলে না বহুদিন। মোশাররফ বলেন, আমার ঘরে চাল নেই, খাবার নেই, মাথা গোঁজার ঠাঁই নেই। এই ছেলেটা ছাড়া আমার আর কিছুই নেই। আমি চাই না, ওকেও কবর দিতে হোক। আমি সবার কাছে হাতজোড় করে সাহায্য চাই। আমার ছেলে কে সুস্থ করার জন্য দয়া করে আপনারা পাশে দাড়ান।
স্থানীয় বাসিন্দা আরিফুল হোসেন বলেন, এই পরিবারটা চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। এক সময় যার সংসারে হাসি ছিল, আজ তার ঘরে শুধুই কান্না। রহমতের চিকিৎসা যেন দ্রুত হয়, আমরা সমাজের সামর্থ্যবানদের কাছে অনুরোধ করছি।
আরেক প্রতিবেশী লিমন মিয়া বলেন, রহমত খুব মায়াবী আর ভদ্র ছেলে। ছোটবেলা থেকেই অসুস্থ, কিন্তু মুখে কখনো অভিযোগ নেই। আমরা নিজেরা কিছু সাহায্য করছি, তবে এই অপারেশনের খরচ সাধারণ মানুষের পক্ষে বহন করা সম্ভব না। মানবিক বিবেচনায় সবাই যদি এক হয়ে এগিয়ে আসে, তাহলে হয়তো এই শিশুটিকে আমরা নতুন জীবন দিতে পারি।
একটি শিশুর প্রাণ আজ আপনাদের সাহায্যের অপেক্ষায়। সমাজের দানশীল ব্যক্তি, মানবিক সংগঠন ও সরকারি কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন রহমতকে বাঁচাতে এখনই এগিয়ে আসুন। কারণ একটি শিশুর জীবন মানে একটি স্বপ্ন, একটি ভবিষ্যৎ, একটি সমাজের আশা।
রহমত উল্লাহকে সাহায্য করতে যোগাযোগ করুন
মোশাররফ হোসেন
মোবাইল নাম্বার :01641342934
সোনালী ব্যাংক একাউন্ট নম্বর: 6207100015515 বিকাশ পার্সোনাল :01762324227
কালের সমাজ/ স. হ./সাএ
আপনার মতামত লিখুন :