সিরাজগঞ্জ বেলকুচি চর অঞ্চলের কোলঘাটের ইজারাদারের টাকা পরিশোধ করলেন বিএনপি কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলিম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওতাধীন বেলকুচি চর দেলুয়া , মনতলা,রতনকান্দি, সোহাগপুর কোলঘাটের ইজারাদারের টাকা পরিশোধ করলেন সিরাজগঞ্জ ৫ রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক বিএনপি নেতা আমিরুল ইসলাম খান আলিম ।
মঙ্গলবার ২৯ জুলাই এ বিষয়ে নিশ্চিত করেন আমিরুল ইসলাম খান আলিম। তিনি বলেন, বেলকুচি চর অঞ্চলের জনসাধারণের জন্য আমার নিজ উদ্যোগে নিজ অর্থায়নে কোল ঘাটের ও খেয়াঘাটে ইজারাদার কে সমস্ত অর্থ পরিশোধ করিয়া দেয় হয়েছে, আজ হতে খেয়া ঘাটের খাজনা ফ্রি করে দেওয়া হয়েছে । অতএব আপনারা কেউই আর ঘাটের খাজনা দিবেন না।
এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে, মঙ্গলবার ( ২৯ জুলাই) থেকে দেলুয়া খেয়াঘাটে কোনো খাজনা দিতে হবে না। যাত্রীসাধারণ যেন বিনামূল্যে পারাপার হতে পারেন, এ ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ পায়। আয়োজনে ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি ও বেলকুচি পৌর বিএনপি।
এ সময় বিএনপি নেতা-কর্মীরা বলেন—বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ।
কালের সমাজ/ জ.জ./সাএ
আপনার মতামত লিখুন :