ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

বেলকুচির কোলঘাটের ইজারার টাকা পরিশোধ করলেন বিএনপি নেতা

কালের সমাজ জলিলের রহমত জনি সিরাজগঞ্জ প্রতিনিধি জুলাই ২৯, ২০২৫, ০৩:১৯ পিএম বেলকুচির কোলঘাটের ইজারার টাকা পরিশোধ করলেন বিএনপি নেতা

সিরাজগঞ্জ বেলকুচি চর অঞ্চলের কোলঘাটের ইজারাদারের টাকা পরিশোধ করলেন বিএনপি কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলিম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওতাধীন বেলকুচি চর দেলুয়া , মনতলা,রতনকান্দি, সোহাগপুর কোলঘাটের ইজারাদারের টাকা পরিশোধ করলেন সিরাজগঞ্জ ৫ রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক বিএনপি নেতা আমিরুল ইসলাম খান আলিম ।

 

মঙ্গলবার ২৯ জুলাই এ বিষয়ে নিশ্চিত করেন আমিরুল ইসলাম খান আলিম। তিনি বলেন, বেলকুচি চর অঞ্চলের জনসাধারণের জন্য আমার নিজ উদ্যোগে নিজ অর্থায়নে কোল ঘাটের ও খেয়াঘাটে ইজারাদার কে সমস্ত অর্থ পরিশোধ করিয়া দেয় হয়েছে, আজ হতে খেয়া ঘাটের খাজনা ফ্রি করে দেওয়া হয়েছে । অতএব আপনারা কেউই আর ঘাটের খাজনা দিবেন না।

 

এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে, মঙ্গলবার ( ২৯ জুলাই) থেকে দেলুয়া খেয়াঘাটে কোনো খাজনা দিতে হবে না। যাত্রীসাধারণ যেন বিনামূল্যে পারাপার হতে পারেন, এ ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে।

 

এ উপলক্ষে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ পায়। আয়োজনে ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি ও বেলকুচি পৌর বিএনপি।

 

এ সময় বিএনপি নেতা-কর্মীরা বলেন—বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ।

 

কালের সমাজ/ জ.জ./সাএ

 

Side banner
Link copied!