নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে চরকিং ইউনিয়ন পরিষদ ভবনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সম্প্রতি সাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে উপজেলার সুখচর, নলচিরা, নিঝুম দ্বীপসহ একাধিক উপকূলীয় ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বিশেষ করে সুখচর ও নিঝুম দ্বীপ ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জোয়ারের পানি ঘরবাড়িতে ঢুকে বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে।
পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার দুর্যোগকালীন বিশেষ বরাদ্দ থেকে সুখচর ইউনিয়নের ২৫০ পরিবারকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্তদের চরকিং ইউনিয়ন পরিষদ ভবনে এনে এ চাল বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, চরকিং ইউপি চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ এবং সুখচর ইউনিয়ন পরিষদের সচিব হোছনে মোবারক।
ইউএনও মো. আলাউদ্দিন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা সোমবার বাড়ি বাড়ি গিয়ে প্রস্তুত করা হয়। পর্যায়ক্রমে নিঝুম দ্বীপ ইউনিয়নসহ অন্যান্য দুর্গত এলাকাতেও এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :