ঢাকার আশুলিয়ায় একই দিনে এনসিপি ও বিএনপির কর্মসূচি, বাড়তি পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামীকাল জাতীয় নাগরিক পার্টির (এনপিসি) পদযাত্রা ও সমাবেশ এবং বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে।
একই দিনে এনসিপির পদযাত্রা ও সমাবেশ এবং বিএনপির জনসভা ঘিরে উভয় দলেরই স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন। স্বল্প দূরত্বে দুই দলের প্রোগ্রাম ঘিরে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২৯ জুলাই২০২৫ইং) দুপুরে বিএনপির ঢাকা জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম আশুলিয়ার দারুল ইহসান মাদরাসার মাঠে জনসভা ও এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন আশুলিয়ার বাইপাইলে থেকে পদযাত্রা ও সমাবেশ হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিএনপি নেতা মো. খোরশেদ আলম বলেন, আশুলিয়ায় আগামীকাল বিকেল ৩টার দিকে দারুল ইহসান মাদরাসার মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থানীয় কমিটি’র সদস্য মির্জা আব্বাসসহ জেলা ও উপজেলাসহ সব পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, আগামীকাল এনসিপির পদযাত্রা ও বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে। সেই কারণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :