দেশের জনগণ সরকার গঠনে অংশীদারিত্ব চায়, ক্ষমতা কেন্দ্রীভূত কিছু মানুষের হাতে নয়। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “সরকার পরিচালনা করতে চাইলে অবশ্যই জনগণের কথা শুনতে হবে। জনগণ গত দেড় দশক ধরে আন্দোলন করেছে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য, কয়েকজনের হাতে ক্ষমতা তুলে দিতে নয়।”
বুধবার (৩০ জুলাই) বিকেলে সাভারের আশুলিয়ায় দারুল ইহসান মাদ্রাসা মাঠে আয়োজিত ‘নারকীয় জুলাই’ শীর্ষক এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ছাত্র-শ্রমিক-জনতার পরিবারকে সম্মান জানিয়ে এ সভার আয়োজন করে বিএনপি।
তারেক রহমান বলেন, “একজন নাগরিকের রাজনৈতিক অধিকার প্রয়োগের প্রধান মাধ্যম হচ্ছে নির্বাচন। সেই সুযোগ নিশ্চিত করতে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করে এসেছে। আমরা বিশ্বাস করি, স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত জনগণ সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র, সরকার, রাজনীতি—সবকিছুর মূল ভিত্তি জনগণ। জনগণকে উপেক্ষা করে রাষ্ট্র কিংবা সংস্কার কোনোটাই টেকসই হয় না। নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে রাষ্ট্রের কাঠামো শক্তিশালী হয়। আর জনগণ যদি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, তাহলে কোনো স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ আর টিকতে পারবে না।”
সরকার ও রাজনীতিতে জনগণের জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “রাজনৈতিক নেতৃত্বকে জনগণের মুখাপেক্ষী করলে তবেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা সম্ভব। এতে জনগণের ক্ষমতায়নও নিশ্চিত হবে।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :