জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে অবরোধ শুরু করেন তারা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এ সময় তারা ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা চলবে না’, ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’সহ নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।
মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, “আমরা বারবার রাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছি, কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা। এখন আর কোনো আশ্বাসে বিশ্বাস নেই। আমাদের দাবি একটাই—সব প্রতিশ্রুতির বাইরে গিয়ে অবিলম্বে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ দিতে হবে। অন্যথায় আমাদের অবরোধ চলবে।”
আন্দোলনের অন্যতম আহত অংশগ্রহণকারী নাজির আহমেদ খান বলেন, “উপদেষ্টামণ্ডলীর প্রতি বার্তা, আমরা রক্ত দিয়েছি, আর ভয় পাই না। যারা স্বৈরাচার হটিয়েছে, তারা জাতির সূর্যসন্তান। আমাদের গুম বা মৃত্যুর ভয় দেখিয়ে কিছু হবে না। সতেরো বছর ধরে ব্যর্থ রাজনৈতিক দলগুলোর বিপরীতে আমরা যখন রাস্তায় নেমেছি, তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।”
তিনি আরও বলেন, “আমাদের দাবি দুটি—প্রথমত, জুলাই সনদের আনুষ্ঠানিক ঘোষণা, দ্বিতীয়ত, ঘোষণাপত্র প্রদান। এই দুই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।”
আন্দোলনকারী মো. বাবু ইসলাম বলেন, “আমাদের হাতে ‘জুলাইযোদ্ধা কার্ড’ ধরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হাসপাতালে চিকিৎসা নিতে গেলেই আমরা বঞ্চিত হচ্ছি। স্বাস্থ্যকার্ড দিয়ে আমাদের প্রতারিত করা হয়েছে। আমরা চাই, সরকার আমাদের ‘জুলাই সনদ’ প্রদান করুক। না হলে ভবিষ্যতের সরকার আমাদের বিরুদ্ধে মামলা-হামলা করতে পারে। আমরা এমন অনিশ্চয়তায় থাকতে চাই না।”
আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শাহবাগ এলাকায় উপস্থিত হয়েছেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :