ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০২৫, ০২:১৩ পিএম উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং পরবর্তীতে উত্তরায় বিধ্বস্ত হয়।

 

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, তবে ভিডিওটির সত্যতা ও বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাচ্ছেন বিষয়টি যাচাই করতে।

 

এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ১৮ মিনিটে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

 

দুর্ঘটনায় হতাহত সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

বিস্তারিত আসছে...

 

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!