রাজধানীর খিলক্ষেত এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।
শনিবার (৬ জুলাই) সকালে খিলক্ষেতের ‘লা মেরিডিয়ান’ হোটেল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন নারী এবং অন্যজন পুরুষ।
পুলিশ জানিয়েছে, ভোরে কাজ করার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে খিলক্ষেত থানা পুলিশ।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :