ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

শরীয়তপুর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কালের সমাজ | মোঃ ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর প্রতিনিধি জুলাই ২, ২০২৫, ০৬:৫৫ পিএম শরীয়তপুর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্তার সরদার (৩০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত আক্তার সরদার শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের মৃত নূর হোসেন সরদারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তার সরদার স্থানীয় গিয়াস উদ্দিন সরদারের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। গিয়াস উদ্দিন সম্প্রতি একটি নতুন পাকা ঘর নির্মাণ করেছেন। তিনি পুরোনো ঘরের মিটার থেকে নতুন ঘরে সংযোগ দিতে আক্তারকে দায়িত্ব দেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।


পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


স্থানীয় বাসিন্দারা জানান, আক্তার সরদারের বাবা নূর হোসেন সরদার কয়েক বছর আগে মারা গেছেন। তাঁর মা মানসিক প্রতিবন্ধী। আক্তারের এক স্ত্রী, এক ছেলে ও ছোট দুই বোন রয়েছে।


পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ইলেকট্রিশিয়ানের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!