ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

৩ বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, ভূমিধসের শঙ্কা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ৬, ২০২৫, ০২:২৮ পিএম ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, ভূমিধসের শঙ্কা

দেশের তিনটি বিভাগে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।


রোববার (৬ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থানের কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।


পাহাড়ি অঞ্চলে এই বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে অতিবর্ষণের ফলে নগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।


অন্য এক পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে প্রবল রয়েছে। এর ফলে আগামী ১২ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।


এই পরিস্থিতিতে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


এ সময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


কালের সমাজ//এসং//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!