ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং/গোডাউন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কালের সমাজ | এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি জুলাই ৬, ২০২৫, ০২:৩৫ পিএম ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং/গোডাউন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং/গোডাউন শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৫/১১৫৯)-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ভোমরা স্থলবন্দর চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. আনারুল ইসলাম গাজী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, ভোমরা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক আবু মুছা, ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুফান দুলাল মন্ডল এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল গফফার।


এছাড়াও সভায় বক্তব্য রাখেন ভোমরা স্থলবন্দর মালিক সমিতির ৮৭ নম্বর ইউনিটের সভাপতি মো. রেজাউল ইসলাম এবং ৮৬ নম্বর ইউনিটের সভাপতি লুৎফর রহমান মন্টু প্রমুখ।


সাধারণ সভা পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি শ্রমিকদের ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত স্বার্থ রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।


কালের সমাজ//এসং//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!