বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংস্কারবিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের পর আবারও নতুন প্রস্তাব উত্থাপন করে সংস্কারের পথ বিলম্বিত করার কৌশল নেওয়া হচ্ছে।
রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে জনগণ এসব বিভ্রান্তিকর প্রচারণায় কান দিচ্ছে না। শহরকেন্দ্রিক কিছু ব্যক্তি দেশের পুরো জনগণকে প্রতিনিধিত্ব করে না।”
তিনি বলেন, “সংস্কার নিয়ে বিএনপি আন্তরিকভাবে কাজ করে আসছে। তবে যেসব প্রস্তাবের আড়ালে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর স্বাতন্ত্র্য ও কার্যকারিতা দুর্বল করার আশঙ্কা রয়েছে, সেসবের সঙ্গে আমরা একমত নই।”
মির্জা ফখরুল আরও বলেন, “জনস্বার্থে যেসব প্রস্তাব আসবে, জনগণ স্বাগত জানাবে—এটা স্বাভাবিক। তবে সেই প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত না রেখে সিদ্ধান্ত গ্রহণ করলে তা গ্রহণযোগ্যতা পাবে না। যারা নির্বাচন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে চায়, তারা গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি হতে পারে না।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে ঐকমত্য কমিশনের বক্তব্যে অস্পষ্টতা রয়েছে। তাছাড়া জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের যে ধারণা দেওয়া হয়েছে, বিএনপি তার সঙ্গে একমত নয়।”
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :