জামালপুর জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট আইনজীবী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল।
সমিতির বর্তমান সভাপতি এডভোকেট মোঃ গোলাম নবী উন্নত চিকিৎসার জন্য গতকাল (১ জুলাই) রাতে সিঙ্গাপুরে গমন করেন। দেশ ছাড়ার পূর্বে তিনি জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি এড. মোহাম্মদ আব্দুল আওয়ালকে তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের অনুরোধ জানান। একইসঙ্গে তার রোগমুক্তি কামনায় সকল সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও জেলার আইনজীবীদের প্রতি দোয়ার আহ্বান করেন।
এর আগেও গোলাম নবী চিকিৎসার জন্য বিদেশে অবস্থানকালে এড. মোহাম্মদ আব্দুল আওয়াল সফলভাবে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে সমিতির নিয়মিত কার্যক্রম পরিচালিত হয় এবং বিভিন্ন প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, যা সমিতি ও সদস্যদের মধ্যে প্রশংসিত হয়েছিল।
এডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল আইনজীবী সমাজে একজন গ্রহণযোগ্য, নীতিবান ও অভিজ্ঞ নেতা হিসেবে সুপরিচিত। তার নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সহকর্মীরা।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :