জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৩ নং ডোয়াইল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ জুলাই উক্ত ইউনিয়ন শাখা`র চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন দলীয় কার্যালয় চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত ইউনিয়নের সেক্রেটারী মোঃ আাসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাওঃ মাহবুবুর রহমান, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোয়াইল ইউনিয়ন শাখা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারী, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও জামালপুর ৪ সরিষাবাড়ী আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব এড. মাওঃ মোঃ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহকারী সেক্রেটারী মাওঃ মোঃ নুরুল হক জামালী, উপজেলা আমীর ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল।
এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা সহঃ সেক্রেটারী অধ্যক্ষ সুলতান মাহমুদ, কর্মপরিষদ সদস্য প্রভাষক মোহাম্মদ আলী, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ হানিফ উদ্দীন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, সরিষাবাড়ী উপজেলা শাখা`র সভাপতি অধ্যাপক শামীম হোসাইন সোহেল ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আক্তারুজ্জমান সোহাগ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে আল্লাহভীরু, সৎ নেতৃত্বের কোন বিকল্প নেই। শোষিত, নিপীড়িত অধিকারহারা মানুষের অধিকার ফিরিয়ে দিতে আল্লাহর আইন বাস্তবায়ন অতি জরুরী। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের বৈষম্য দূর করে, শান্তিময় মানবিক বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর।"
তিনি আরো বলেন, "স্বাধীনতার পর থেকে বিভিন্ন দল ক্ষমতার পালা বদলে দেশের উল্লেখযোগ্য পরিবর্তন করতে পারেনি। দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ, চোরাকারবারি, কালোবাজারি প্রভৃতিতে দেশ ছেয়ে গেছে। আপনারা যদি একবার বাংলাদেশ জামায়াতে ইসলামি কে সুযোগ দেন, আমরা আপনাদের একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিব।"
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :