ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

“জুলাই আন্দোলন ছিল নতুন সংবিধানের আন্দোলন” আবু সাঈদের কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম

কালের সমাজ | আশরাফ খান কিরণ, রংপুর ব্যুরো জুলাই ১, ২০২৫, ০২:১৯ পিএম “জুলাই আন্দোলন ছিল নতুন সংবিধানের আন্দোলন” আবু সাঈদের কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম

জুলাই আন্দোলন ছিল কেবল সরকার পতনের আন্দোলন নয়, এটি ছিল পুরাতন সংবিধান বাতিল করে নতুন বন্দোবস্ত, বিচার ও সংস্কারের মাধ্যমে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের আন্দোলন—এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

 

নাহিদ ইসলাম বলেন, “সরকার এখনও জুলাই সনদ বাস্তবায়ন করেনি। অনেকে মনে করছে আন্দোলন থেমে গেছে, কিন্তু তারা ভুল করছে। জনগণ সরকার পরিবর্তনের জন্য নয়, বরং বিচার, সংস্কার এবং নতুন রাষ্ট্রীয় ব্যবস্থার দাবিতে এই আন্দোলন করেছে। আমরা জনগণের সঙ্গে নিয়ে সেই দাবি আদায় করেই ঘরে ফিরবো।”

 

তিনি আরও বলেন, “এক বছর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত গণবিস্ফোরণে রূপ নেয়। ১৬ জুলাই আবু সাঈদের শহীদ হওয়া আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। তার বুক পেতে গুলির সামনে দাঁড়ানো ইতিহাসে জায়গা করে নিয়েছে। সেই আন্দোলনের ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়ে এবং ফ্যাসিস্ট সরকারের পতনের পথ তৈরি করে।”

 

নাহিদ ইসলাম জানান, “শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়েছে। আমরা সারা দেশে ঘুরে জনগণের কাছে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের দাবি পৌঁছে দেব।”

 

এর আগে সকাল সাড়ে ১০টায় এনসিপির নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের বাবনপুরের বাড়িতে গেলে শহীদের বাবা মকবুল হোসেন ও পরিবারের সদস্যরা তাদের স্বাগত জানান। তারা কবর জিয়ারত ও মোনাজাত শেষে শহীদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন।

 

পরে এনসিপি নেতারা গাইবান্ধার উদ্দেশ্যে রংপুর ত্যাগ করেন।

 

কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!