ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক জুলাই ১, ২০২৫, ০৪:২৫ পিএম নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাজেট বরাদ্দে সরকার কোনো ধরনের সংকোচন করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “নির্বাচনের জন্য যে অর্থের প্রয়োজন, সেটি যথাযথভাবে বরাদ্দ দেওয়া হবে। এতে কোনো রকম কার্পণ্য থাকবে না।”


বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো সম্পর্কে তিনি জানান, চট্টগ্রাম বন্দরের কনটেইনার ব্যবস্থাপনা, ডিএপি ও ইউরিয়া সার ক্রয় এবং এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, “এলএনজি আসলে সার উৎপাদন ও সরবরাহ বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। রংপুর অঞ্চলের ৩০টি স্কুল পুনর্গঠনের বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে।”


বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা দেওয়ার প্রজ্ঞাপন নিয়ে বলেন, “এই প্রজ্ঞাপনই চূড়ান্ত। এর আগে কিংবা পরে আর কোনো প্রজ্ঞাপন নেই। আমি শুধু প্রজ্ঞাপন জারি করেছি, সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা।”


আন্দোলনকারীদের বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, “তাদের কোনো নতুন দাবি থাকলে আলোচনার সুযোগ থাকবে। তবে, কেউ না থাকলেও দেশের কার্যক্রম থেমে যাবে না, তা বাংলাদেশে বা বিশ্বের কোথাও হয় না।”


চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক স্থবিরতা প্রসঙ্গে তিনি বলেন, “বন্দর পুরোপুরি বন্ধ ছিল না। আগত পণ্যগুলো এখন রফতানির জন্য প্রস্তুত হচ্ছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনো হয়নি, তবে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা নেই।”


কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!