নরসিংদীতে রিজভী (৩৬) নামে এক কেবল ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্রাহ্মন্দী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিজভী নরসিংদী শহরের উপকণ্ঠ বীরপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরার হাসনাবাদ এলাকায় কেবল ও ইন্টারনেট সংযোগের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ব্রাহ্মন্দী মোড়ে একটি গলির সামনে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ রিজভীর ওপর ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওসি আরও জানান, নিহত রিজভী ও তার সহযোগীরা রায়পুরার তালিকাভুক্ত সন্ত্রাসী তাইয়েব ও তার পরিবারের ওপর হামলা চালাতে সেখানে গিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে সেখানে প্রতিপক্ষের পাল্টা হামলার শিকার হয় তারা।
নিহত রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অবৈধ অস্ত্র ও মাদকসহ অন্তত আটটি মামলা রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :