খুলনার কয়রা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ কার্যক্রমের আওতায় উপজেলার ২৪০০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। একইসঙ্গে উপজেলার সাতটি ইউনিয়নের কৃষকদের মাঝে ২১৫০টি নারকেলের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, সহকারী কৃষি কর্মকর্তা সুব্রত কুমার মন্ডল, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. গোলাম নবী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফারুক হোসেন, গুরুদাস মন্ডল, অনুতব সরকার, সাধক ঢালী, মাহমুদুল হাসান, নাইমুর রহমান, আল মাহফুজ, মিরাজ হোসেনসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা।
কৃষি বিভাগ জানায়, সরকার কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তুলতে ধারাবাহিকভাবে এ ধরনের প্রণোদনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :