ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৩৪, নিখোঁজ ২৭

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১, ২০২৫, ০৪:২১ পিএম ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৩৪, নিখোঁজ ২৭

ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্পাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ৩৫ জন, এবং ২৭ জন এখনও নিখোঁজ রয়েছেন।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিগাচি কেমিক্যালস নামে ওই প্রতিষ্ঠানে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত চারজনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শোকবার্তায় লিখেছেন, “সাঙ্গারেড্ডিতে কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”


তিনি আরও জানান, নিহতদের প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে।


কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!