বরিশালের উজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) মাগরিবের নামাজের পর উপজেলা জামে মসজিদে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বামরাই ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামের সাবেক আমির হাফেজ মাওলানা মো. কাওসার হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খোকন সরদার, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক অনিক গাজীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামের উপজেলা আমির মাওলানা আব্দুল খালেক মাস্টার। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণে এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :