ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: লিভ টু আপিলের শুনানি ১৬ জুলাই

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১, ২০২৫, ১০:০৭ পিএম অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: লিভ টু আপিলের শুনানি ১৬ জুলাই

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিলের শুনানির তারিখ নির্ধারণ করেছে আপিল বিভাগ।

 

মঙ্গলবার (১ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আগামী ১৬ জুলাই শুনানির দিন ধার্য করেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহসিন রশিদ।

 

এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে ওই রিট আবেদন খারিজ করে দেয়। রায়ে বলা হয়, রাষ্ট্রপতির রেফারেন্স এবং সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, যা সংবিধান ও জনমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 

হাইকোর্ট আরও উল্লেখ করে, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার দেশের প্রয়োজনে একটি বৈধ সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হয়েছে।

 

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারী, যার শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুলাই।

 

কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!