ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মুকসুদপুরে VWB কার্যক্রমে উপকারভোগী বাছাইয়ে গণশুনানি অনুষ্ঠিত

কালের সমাজ | মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি জুলাই ১, ২০২৫, ১২:৫৭ পিএম মুকসুদপুরে VWB কার্যক্রমে উপকারভোগী বাছাইয়ে গণশুনানি অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (VWB) কার্যক্রমের ২০২৫-২৬ চক্রের উপকারভোগী বাছাইয়ের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।


গণশুনানিতে সভাপতিত্ব করেন তাসনিম আক্তার। এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা শতাব্দী বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি সিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজি ওহিদসহ স্থানীয় সাংবাদিকরা।


জানা গেছে, চলতি চক্রে মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নে মোট ২,২৮৫ জন সুবিধাভোগী নারীকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। নির্বাচিত প্রতিটি নারী উপকারভোগী আগামী দুই বছর পর্যন্ত প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।


গণশুনানির মাধ্যমে এদিন জলিরপাড়, উজানি, বহুগ্রাম ও খান্দারপাড়—এই চারটি ইউনিয়নের আবেদনকারীদের মধ্য থেকে উপকারভোগী নির্বাচন করা হয়। বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এই গণশুনানির আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!