বান্দরবানের লামা পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১৩ কোটি ৮৫ লাখ ৯ হাজার ১২৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। কোনো নতুন কর আরোপ না করে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।
সোমবার (৩০ জুন) দুপুর ১২টায় পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়।
ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৬৫৪ টাকা এবং রাজস্ব ব্যয় ২ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা। এতে সমাপনী স্থিতি থাকবে ৫ লাখ ৯৪ হাজার ৬৫৪ টাকা।
পৌর সহকারী প্রকৌশলী রুইপ্রু অং মারমা বাজেটের ১৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ পাঠ উপস্থাপন করেন। বাজেটে পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, সড়কবাতি স্থাপন, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী, শিক্ষা, পৌর মার্কেট নির্মাণ, পৌর ভবন সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নের মতো নাগরিক কল্যাণমূলক বিভিন্ন খাতে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান কমিটির সদস্যবৃন্দ, পৌর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা।
সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, বাজেটে জনগণের প্রয়োজনীয় চাহিদাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বাস্তবায়নের মাধ্যমে লামাবাসী উপকৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন বলেন, “এই বাজেট প্রণয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পৌরসভার নিজস্ব আয় বৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, পৌর মার্কেট ভাড়া, টোল ইজারা প্রভৃতি উৎসকে কার্যকর করা হবে।”
তিনি আরও বলেন, “দলমত নির্বিশেষে একটি বাসযোগ্য ও উন্নত লামা পৌরসভা গড়তে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।”
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :