জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, জুলাই মাসকে গণজাগরণ ও জাতীয় ঐক্যের মাস হিসেবে গড়ে তুলতে।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির সূচনা করেন তিনি। উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস বলেন, “জুলাই-আগস্ট জুড়ে যে প্রতীকী দিনটি আমাদের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেই স্মৃতি নতুন করে উজ্জীবিত করাই এই আয়োজনের উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “গত বছর এই সময়টায় ছাত্র, জনতা, শ্রমিক, রিকশাচালক, কিশোর—সমাজের সব শ্রেণির মানুষ যে ত্যাগ স্বীকার করেছেন, তাদের স্বপ্ন পূরণে আমাদের এগিয়ে যেতে হবে। এই অনুষ্ঠানমালা সেই প্রতিজ্ঞাকে পুনর্নবীকরণের সুযোগ করে দেবে।”
প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, “স্বৈরশাসনের বিপক্ষে জনগণের ঐক্য ও প্রতিবাদ যেন কখনো থেমে না যায়—এই বার্তা ছড়িয়ে দিতে প্রতি বছর এই আয়োজন অব্যাহত থাকবে। আমাদের সংগ্রাম হোক সর্বজনীন, আমাদের ঐক্য হোক অটুট।”
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :