ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

কালের সমাজ ডেস্ক | জুন ২৩, ২০২৫, ০৬:৩৮ পিএম সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।


সোমবার (২৩ জুন) বিকেলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শেরেবাংলা নগর থানার দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাকে চার দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।


প্রসঙ্গত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়েছে, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনসহ সাম্প্রতিক সময়ের নানা নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম, ভোটারদের বাধা, জালভোট এবং প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।


মামলায় আরও উল্লেখ করা হয়, নুরুল হুদা দায়িত্বে থাকা অবস্থায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় না রেখে নির্দিষ্ট দলের পক্ষে কাজ করেছেন এবং নির্বাচনী সহিংসতা, ভোটাধিকার হরণ, এবং ভোটকেন্দ্রে সরকারের সহযোগিতায় ক্ষমতাসীন দলের পক্ষে প্রভাব বিস্তার করা হয়েছে।


বিএনপি দাবি করেছে, সংবিধান অনুযায়ী জনগণের ভোটাধিকার হরণের দায়ে তৎকালীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিচার হওয়া প্রয়োজন। মামলায় নুরুল হুদার বিরুদ্ধে নির্বাচনী দায়িত্ব পালনে ব্যর্থতা, সাংবিধানিক বাধ্যবাধকতা অমান্য এবং পক্ষপাতদুষ্ট ভূমিকার অভিযোগ আনা হয়েছে।


এদিকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, তদন্তের স্বার্থে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ তাকে এখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!