ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
জুলাই গণহত্যা

ওবায়দুল কাদেরসহ সাত জনের বিরুদ্ধে তদন্ত শেষ

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ৮, ২০২৫, ০১:৪৪ পিএম ওবায়দুল কাদেরসহ সাত জনের বিরুদ্ধে তদন্ত শেষ

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ সভাপতিসহ মোট সাত জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে।  

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এই মামলার প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিলো।  

খুব শিগগিরই ট্রাইব্যুনালে এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় সোমবার আওয়ামী লীগের সাবেক ১৬ মন্ত্রী-এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার সকাল পৌনে দশটার দিকে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় সাবেক মন্ত্রী শাহজাহান খানকে হাস্যোজ্জ্বল দেখা যায়। তবে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছিলেন নিশ্চুপ।  

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এসব মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!