ময়মনসিংহের গৌরীপুরে বোকাইনগর ইউনিয়নে একটি কচু ক্ষেত থেকে হোসনে আরা (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের কবিরাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হোসনে আরা উপজেলার কাউলাটিয়া গ্রামের বাসিন্দা, তার বাবার নাম মৃত আব্দুল গনি। ভিকটিম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং মায়ের সঙ্গে বসবাস করতেন।
গত মঙ্গলবার গভীর রাত থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। পুলিশ খবর পেয়ে ঘটনাস্হল থেকে বুধবার সকালে কবিরাজবাড়ি গ্রামের মোশারফ হোসেন মজনুর কচুক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য পুলিশ মরদেহটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, “মরদেহের গলায় কলাগাছের শুকনো বাকল প্যাঁচানো ছিল, যা হত্যার আলামত হিসেবে দেখা যাচ্ছে। আমরা ঘটনাটিকে একটি সন্দেহজনক হত্যা হিসেবে গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এ ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :