ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

গাজায় এখনো ৪০ হাজার ফিলিস্তিনি যোদ্ধা লড়াইয়ে: দাবি ইসরায়েলি সাবেক জেনারেলের

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৬, ২০২৫, ০৬:৫০ পিএম গাজায় এখনো ৪০ হাজার ফিলিস্তিনি যোদ্ধা লড়াইয়ে: দাবি ইসরায়েলি সাবেক জেনারেলের

গাজা উপত্যকায় এখনো প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি যোদ্ধা সক্রিয়ভাবে লড়ছেন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের একজন অবসরপ্রাপ্ত জেনারেল। তাঁর মতে, যুদ্ধ শুরুর সময় হামাস যে অবস্থানে ছিল, তারা আবার সেই শক্তিতে ফিরে গেছে।


রোববার (৬ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ-এ প্রকাশিত এক মতামত লেখায় এমন তথ্য জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক।


তিনি দাবি করেন, হামাস এখনো বড় ধরনের সামরিক উপস্থিতি ধরে রেখেছে এবং তাদের যোদ্ধাদের অনেকেই এখনো সুড়ঙ্গপথ ব্যবহার করে গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে।


ব্রিক আরও বলেন, "হামাস কখনোই প্রচলিত অর্থে সেনাবাহিনী ছিল না। ফলে তাদের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করা যায়নি, যেমনটা ইসরায়েলের সেনাপ্রধান দাবি করেছেন। তারা এখনও প্রথম দিনের মতোই গেরিলা পদ্ধতিতে লড়াই চালিয়ে যাচ্ছে।"


এই বক্তব্য এমন এক সময় এলো, যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বারবার দাবি করছে যে, তারা হামাসের শক্তিকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলেছে।
 

কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!